Advertisement

Hindu Temple Abu Dhabi: মুসলিম দেশে হিন্দু মন্দিরে লাখ লাখ মানুষের ভিড়, বিশ্বে হিন্দুত্বের প্রভাব

হিন্দুত্বের জয়জয়কার মুসলিম দেশেও। রীতিমতো হই হই অবস্থা। সাধারণ মানুষের উন্মাদনা দেখে আপনিও অবার হয়ে যাবেন। 2024 সালের 14 ফেব্রুয়ারি আবুধাবিতে বোচসনবাসি অক্ষর পুরুষোত্তম স্বামীনরায়ণ সংস্থা বা বিএপিএস সোসাইটি নির্মিত বিশাল হিন্দু মন্দিরের উদ্বোধনের পর থেকেই এই মন্দির ঘিরে মানুষের উম্মাদানা ছিল চোখে পরার মতো। ১ মার্চ মন্দির খোলার সঙ্গে সঙ্গে মুসলিম দেশে যেন নতুন করে হিন্দুরা আনন্দে মেতে উঠলেন। তার এক মাসের মধ্যেই নতুন রেকর্ড করল মুসলিম দেশের এই এক মাত্র হিন্দুদের মন্দির।

Abu Dhabi Hindu Temple Creates History.

Advertisement