scorecardresearch
 
Advertisement

​Canada Snow Storm: দেশ বিদ্যুৎহীন, জমে যাওয়া বৃষ্টি পড়ছে কানাডায়

​Canada Snow Storm: দেশ বিদ্যুৎহীন, জমে যাওয়া বৃষ্টি পড়ছে কানাডায়

তুষারঝড়ে বিধ্বস্ত কানাডার জনবহুল দুটি প্রদেশ। ইতিমধ্যেই দুজনের মৃত্যু হয়েছে। প্রবল তুষার ঝড়ের জেরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন কয়েক লক্ষ মানুষ। বৃহস্পতিবার, 7 এপ্রিল এই প্রবল তুষারঝড় শুরু হয় কানাডার Quebec এবং Ontario প্রদেশে। কার্যত বৃষ্টির মতো তুষার পড়তে দেখা যায় দুই প্রদেশের বিস্তীর্ণ এলাকায়। রাস্তা থেকে শুরু করে বাড়ি, অফিসের ছাদ। সবজায়গাতেই বরফের পুরু আস্তরণ দেখা গিয়েছে। বৃহস্পতিবার তুষারপাত শুরুর পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কানাডার Quebec এবং Ontario প্রদেশের বিভিন্ন এলাকা। এতবড় বিদ্যুৎ বিপর্যয়ের ফলে চরম সমস্যায় পড়েন কানাডার এই দুই প্রদেশের মানুষ। থমকে যায় বহু গুরুত্বপূর্ণ পরিষেবাও। উল্লেখ্য, এই দুই প্রদেশেই প্রায় কানাডার 50 শতাংশ মানুষের বসবাস। তুষারঝড়ের প্রভাবে বেশ কয়েকটি এলাকায় উপড়ে গিয়েছে প্রচুর গাছ। গাছ পড়ে Quebec এবং Ontario প্রদেশে দুজনের মৃত্যু হয়েছে। গাছে বাঁধা বিদ্যুতের জীবিত তার পড়ে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে নাগরিকদের সতর্ক করে দিয়েছে প্রশাসন। বিদ্যুৎ বিপর্যয়ের বেশি প্রভাব পড়েছে Quebec প্রদেশে। প্রায় 50 শতাংশ বাড়িই বিদ্যুৎহীন হয়ে পড়েছে এখানে। যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু হয়েছে। শুক্রবার মাঝরাতের মধ্যেই 70 শতাংশ বাড়িতে ফের বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে Quebec-এর বিদ্যুৎ সংস্থা। বিদ্যুৎ বিপর্যয়ের জেরে প্রভাব পড়েছে শহরের ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাতেও।

April snowstorm dumps 20-25 cm of snow in southeast Manitoba, more still to come

Advertisement