Advertisement

AstraZeneca Covid Vaccine: বাজার থেকে কোভিড ভ্যাকসিন তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, কারণ জানেন?

বিশ্বব্যাপী বাজার থেকে Covid-19 ভ্যাকসিন তুলে নিচ্ছে AstraZeneca। সম্প্রতি আদালতের নথিতে তারা স্বীকার করে যে, তাদের ভ্যাকসিন থেকে বিরল এবং বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তবে সংস্থার দাবি, সেই কারণে মোটেও বাজার থেকে ভ্যাকসিন ফেরাচ্ছে না তারা।বরং, 'বাণিজ্যিক কারণে' বাজার থেকে ভ্যাকসিন সরিয়ে নেওয়া হচ্ছে।

Advertisement
POST A COMMENT