Advertisement

Astronaut Sunita Williams Dances: দেখুন ভিডিও, স্পেস স্টেশনে পৌঁছে আনন্দে নাচলেন সুনীতা উইলিয়মস!

স্পেস স্টেশনে পৌঁছে আনন্দে নাচলেন সুনীতা উইলিয়মস। একাধিক বাধা অতিক্রম করে অবশেষে বুধবার মহাকাশে পাড়ি দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। এই নিয়ে তৃতীয়বার মহাকাশে পাড়ি দিয়েছেন সুনীতা এদিন ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে বোয়িং স্টারলাইনার রকেটে চেপে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন উইলিয়ামস এবং তাঁর সহকারী বুচ উইলমোর। অবশেষে শুক্রবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছন তাঁরা। পৌঁছে আনন্দে নেচে ওঠেন সুনীতা।

Astronaut Sunita Williams Dances After Reaching International Space Station

Advertisement