Advertisement

ভারতের গর্ব সুনীতা অবসর নিলেন, কত বছর কাজ করলেন NASA-য়? চোখে জল বিশ্বের

হ্যাঁ, তিনি ভারতের মেয়ে। বিশ্বজয়ী ভারত-কন্যা। নাম তাঁর সুনীতা উইলিয়ামস। NASA দীর্ঘ ২৭ বছরের যাত্রার শেষে অবসর নিলেন সুনীতা। তিনটি সফল মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজ করে তিনি গড়েছেন মানব মহাকাশ অভিযানের বহু স্মরণীয় অধ্যায়। কিন্তু সংখ্যার হিসেব ছাড়িয়ে তাঁর গল্প যেন আরও গভীর, আকাশের নীলচে শূন্যতায় এক নারীর নির্ভীক স্বপ্নযাত্রা। সম্প্রতি ভারতে এসে এক অনুষ্ঠানে সুনীতা স্মৃতিচারণ করেন সেই সময়ের কথা, যখন মাত্র আট দিনের মিশন রূপ নিয়েছিল নয় মাসের কঠিন পরীক্ষায়। বোয়িং মহাকাশযানে সমস্যার কারণে দীর্ঘদিন কক্ষপথে আটকে পড়লেও ভেঙে পড়েননি তিনি। বরং সেই নীরব মহাকাশেই খুঁজে নিয়েছিলেন সাহস আর স্থিরতার মানে। গুজরাতি বাবার মেয়ে সুনীতা আজ বিশ্বের অনুপ্রেরণা। নাসা বলছে, ভবিষ্যতের মহাকাশ অভিযানের পথ দেখিয়েছেন সুনীতা। অবসর নিলেও, তাঁর ছোঁয়া থেকে যাবে অসংখ্য স্বপ্নবাজ তরুণীর হৃদয়ে। যাঁরা আকাশ ছুঁতে চান।

Advertisement
POST A COMMENT