Advertisement

Bangladeshi tourist arrivals in the Maldives: বিশ্বাসঘাতক মইজ্জুর মালদ্বীপে ​ভারতীয়রা না গেলেও বাংলাদেশিরা ভিড় জমাচ্ছেন

ভারত এবং মালদ্বীপের মধ্যে রাজনৈতিক সম্পর্ক এখন খুব একটা ঠিক নেই। এবার এই সংঘাতের জন্যই ভারতীয় পর্যটকরা এখন মালদ্বীপ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাই প্রভাব অর্থনীতিতেও পড়েছে। কিন্তু এবার মালদ্বীপে ভিড় জমাচ্ছেন বাংলাদেশিরা। এখন তাঁদের অন্যতম প্রধান ট্যুরিস্ট ডেস্টিনেশন মালদ্বীপ। একটু যদি পরিসংখ্যান দেখি তবে 2022 সালে প্রায় 17 হাজার বাংলাদেশি পর্যটক মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন। এরপর 2023 সালে সেই সংখ্যাটা বেড়ে হয়েছিল 28 হাজারের কিছু বেশি।

Bangladeshi tourist arrivals in the Maldives

Advertisement