Advertisement

BJP Supporters From UK: বিজেপি ও মোদীর সমর্থনে লন্ডনে 'রান ফর মোদী' প্রবাসী ভারতীয়দের

এনারা সবাই লন্ডনের প্রবাসী ভারতীয়। লোকসভা নির্বাচনে ভোট হয়তো দেবেন না। কিন্তু মোদী ও বিজেপির সমর্থনে এনারা রাস্তায় নেমেছেন। ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি ইউকে লন্ডনে 'রান ফর মোদী' এবং 'ফ্ল্যাশ মব' ইভেন্টের আয়োজন করেছে। যুক্তরাজ্যে ভারতীয় প্রবাসীরা বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদীর প্রতি সমর্থন প্রদর্শন করেছে।

Advertisement
POST A COMMENT