বর্ষবরণের আগে নতুন মহাজাগতিক অবস্থার সাক্ষী রইল মহাবিশ্ব। বর্ষবরণের আগে রাতের আকাশে উঠল 'ব্ল্যাক মুন'। নিশ্চয়ই আপনার মনে হচ্ছে ব্লু-মুন, ফুল মুন তো শুনেছি। কিন্তু ব্ল্যাক মুনটা আবার কী? তাহলে শুনুন, ১৯ বছর পর পর এই 'ব্ল্যাক মুন' আকাশে ওঠে। 2024-এর বর্ষবরণের আগে এই ব্ল্যাক মুন যেমন দেখা গিয়েছে তেমনই শেষ বার ১৯ বছর আগে ২০০৫ সালে বর্ষবরণের আগে দেখা গিয়েছিল এই ব্ল্যাক মুন। পরবর্তী ব্ল্যাক মুন দেখা যাবে ২০৪৩ সালে। এবার আসি ব্ল্যাক মুন কখন বলে? যখন একমাসের মধ্যে দুটি নিউ মুন দেখা যায় তখন এটিকে ব্ল্যাক মুন বলে অন্যদিকে একই মাসের মধ্যে যখন দুটি ফুল মুন দেখা যায় তখন সেটিকে বলা হয় ব্লু মুন।
Black Moon Mystery: What it means