প্রাণের সন্ধান মিলতে পারে মঙ্গল গ্রহে! মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA-র এহেন দাবি ঘিরে শোরগোল। সৌরজগতের চতুর্থ গ্রহে জৈব পদার্থের হদিশ মিলেছে বলে জানিয়েছে এই সংস্থা। আর এই তথ্য সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে জ্য়োতির্বিজ্ঞানী মহলে। মঙ্গলে প্রাণের সন্ধানের খোঁজ আজ থেকে চলছে না। বহু বছর ধরে লাল গ্রহে প্রাণের খোঁজ চালিয়ে যাচ্ছেন মহাকাশ গবেষকরা। আর প্রাণের খোঁজে বেশ কিছুটা এগোলেন বিজ্ঞানীরা। জীবন তৈরিতে সাহায্য় করতে পারে এমন 10 টি নমুমা খুঁজে পাওয়া গিয়েছে লাল গ্রহে। যা থেকে বিজ্ঞানীরা মনে করছেন এখানে বাঁচা গেলেও যেতে পারে।
Building blocks of life discovered on Mars