scorecardresearch
 
Advertisement

World News: একেই বলে ভাগ্য! সামান্য বাস চালক থেকে আজ 10 কোটি টাকার মালিক

World News: একেই বলে ভাগ্য! সামান্য বাস চালক থেকে আজ 10 কোটি টাকার মালিক

আচ্ছা ধরুন আপনি বাজারে গেছেন খাবার কিনতে, আর কিনে যখন বাড়ি ফিরলেন তখন 10 কোটি টাকা বাড়ি নিয়ে ফিরলেন। কি, শুনে কৌতুক বা আকাশ কুশুমের মত শোনাচ্ছে তাই তো? কিন্তু জানিয়ে রাখি এই ঘটনাটা বাস্তবে ঘটেছে। যার সঙ্গে এই ঘটনা ঘটেছে তিনি হলেন স্টিভ গুডউইন। ব্রিটেনের লেস্টার সিটির এক বাস চালক। কিছুদিন আগেই বাইরে কাবাব কিনতে বেরিয়েছিলেন স্টিভ। বছর 51-এর স্টিভ একটি কাবাবের দোকানের গিয়ে চিকেন কাবাব অর্ডার করেন। কাবাব আসতে সময় লাগায় তিনি সময় কাটানোর জন্য পাশের দোকান থেকে একটি লটারির টিকিট কাটেন। লটারির টিকিটে নম্বর ছিল 73। পরে জানা যায় তিনি যে লটারিটি কেটেছিলেন তাতে তিনি 10 কোটি টাকা পেয়েছেন। এই খবরটা শুনে প্রথমে আকাশ থেকে মেঘ ভাঙার মত অবস্থা হয়। মানে নিজের কানকে বিশ্বাস করতে পারেননি স্টিভ। পরে দোকানে গিয়ে জানতে পারেন যে তিনি সত্যি সত্যি সেই টাকা পেয়েছেন। কোটিপতি হওয়ার পর আনন্দে স্টিভের চোখে জল চলে আসে। তিনি বলেন- অর্ডার দিয়ে কাবাবের দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন। তখন আমার মন যায় পাশের লটারির দোকানে। এরপরই টিকিট কিনলাম, যা আমার ভাগ্য বদলে দিল। যেদিন ওই লটারি লাগে সেদিন স্টিভ বালিশের নিচে টিকেট চেপে সারা রাত ঘুমিয়েছিলেন। কিন্তু ঘুম আসেনি। স্টিভ প্রথমে তার মাকে ফোন করে সুখবর দেন। কিন্তু প্রথমে পরিবারের কেউ তার কথা বিশ্বাস করেনি। যাইহোক, পরে সবাই বুঝতে পেরেছিল যে স্টিভ সত্যি বলছে। এক টাকা পাওয়ার পরও স্টিভ এখনও একজন ড্রাইভার হিসাবে তার কাজ করে চলেছেন। স্টিভ বলেছেন যে এই টাকা দিয়ে তিনি প্রথমে একটি নতুন বাড়ি কিনবেন। এরপর তিনি তার সঙ্গীনীকে নিয়ে বিদেশ সফরে যাবেন।

Bus driver wins £1m on lottery scratchcard while waiting for doner kebab.

TAGS:
Advertisement