Advertisement

Canada Durga Puja 2022: দশমী পার করে উমার আগমন, সুদূর কানাডায় দুর্গা আরাধনায় প্রবাসীরা

দেবী দুর্গা চার দিন মর্তে কাটিয়ে ফের কৈলাসে ফিরে গিয়েছেন। দুবছর পর এবার চুটিয়ে পুজো উপভোগ করেছেন রাজ্যবাসী। দেশে- বিদেশে, যেখানে যত বাঙালি আছেন, সবার মন এই সময়ে ভরে ওঠে এক আশ্চর্য উৎফুল্লতায়। বিশেষ করে প্রবাসে বা বিদেশে বসবাসকারী বাঙালিরাও এই সময় মাততে চান পুজোর আনন্দে। কিন্তু সবসময় দেশে ফেরা সম্ভব হয় না। তাই বিদেশেও এই সময় প্রবাসীরা প্রাণের উৎসবের আয়োজন করে থাকেন। তেমনি কানাডার ক্যালগেরিতে প্রবাসী কালচারাল অ্যাসোসিয়েশন অফ আলবার্টা (APCAA) এবছর প্রথমবার আয়োজন করেছিল দুর্গা পুজোর। বেশি সংখ্যক মানুষ যাতে এই পুজোয় অংশগ্রহণ করতে পারেন - সেই ভাবনা থেকেই সপ্তাহান্তে আয়োজন করা হয় পুজোর। অঞ্জলী, আরতি, সন্ধি পুজো, চন্ডী পাঠের পাশাপাশি জমিয়ে খাওয়া দাওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুজোর আনন্দে মাতলেন সকলে। টরেন্টো থেকেও বহু প্রবাসী এসেছিলেন এই পুজোয় অংশ নিতে। নিষ্ঠাভরে দেবী আরাধনায় মেতেছিলেন সকলে। এ ভাবেই হয়ত, কেউ বিদেশের মাটিতে নতুন ভাবে রোপণ করেন নিজেদের শিকড়।

Canada Durga Puja 2022

Advertisement
POST A COMMENT