Advertisement

Canada Hindu Temple Attack: কানাডার মন্দিরে খালিস্তানি হামলার প্রতিবাদ, ব্রাম্পটনে হিন্দুদের সংহতি মিছিল

কানাডার মন্দিরে হামলার প্রতিবাদে রাস্তায় নামল হিন্দুরা। ব্রাম্পটনে হিন্দু সভা মন্দিরে খালিস্তানিদের হামলার প্রতিবাদ জানিয়ে সংহতি মিছিল করে হিন্দুরা। তাদের হাতে ছিল ভারতের ও কানাডার পতাকা। হাজার হাজার মানুষ এই মিছিলে যোগ দেন। সোমবার রাতে এই পদযাত্রার আয়োজন করে কোয়ালিশন অফ হিন্দুস ইন নর্থ আমেরিকা (CoHNA)। হিন্দুদের ওপর হামলার ঘটনায় কানাডা সরকার পদক্ষেপের দাবি করে চাপ দিতে চাইছে কোয়ালিশন অফ হিন্দুস অফ নর্থ আমেরিকা।

Advertisement
POST A COMMENT