scorecardresearch
 
Advertisement

China sperm bank holds contest: শুধু পুরুষদের বিশাল সুযোগ, শরীর থেকে 20 বার দিলেই 70000 টাকা

China sperm bank holds contest: শুধু পুরুষদের বিশাল সুযোগ, শরীর থেকে 20 বার দিলেই 70000 টাকা

বিশ্বের সর্বাধিক জনবহুল দেশের তকমা হারিয়েছে চিন। আর সেই তালিকায় ঢুকে পরেছে ভারত। আর তাতে করে বেজায় রেগে গেছে জিংপিন সরকার। ভারতে তাঁদের আগে থাকতে দেখে রীতিমত গা জ্বালাজ্বালা করছে। আর তার জন্যই নয়া পরিকল্পনা ফেঁদে বসেছে চিন। মানে য়ে ভাবেই হোক না কেন ভারতকে পিছনে ফেলতেই হবে। ফের জনসংখ্যা বাড়িয়ে তুলতে এবার নয়া ফন্দি এেঁটেছে তারা। দেশবাসিদের শুক্রাণু দান করার অনুরোধ জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছে হাসপাতালগুলো।

China sperm bank holds contest

Advertisement