China র সঙ্গে Pakistan র মাখোমাখো সম্পর্কের কথা নতুন করে বলার কিছু নেই। বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানকে সহযোগিতাও করে চিন। এবার প্রকাশ্যে আসছে নতুন খবর। চিনের বেইদৌ স্যাটেলাইট সিস্টেমে পাকিস্তান সেনাবাহিনীর প্রবেশাধিকার জোরদার করার জন্য গত ১৬ মে একটি কৌশলগত বৈঠক করেছেন চিন ও পাকিস্তানের সামরিক কর্তারা।