Advertisement

China: চিনা সেনা দুর্নীতিতে ডুবে!ভারতের দিকে তাকানোর আগেই জিংপিংয়ের মাথায় হাত

চিনের আইন খুবই কড়া। অপরাধ বা দুর্নীতি করলে কড়া শাস্তির বিধান রয়েছে লৈল ফৌজের দেশে। আর কার্যত সেই কারণেই সেদেশে কোনও অপরাধ করার আগে মানুষ দুবার ভাবেন। এমনটা আমরা বলছি না। এমনটাই শোনা যায়। আর এবার সেই দুর্নীতির অভিযোগ উঠেছে চিনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুনের বিরুদ্ধে। সূত্রের খবর, চিনের সেনা পিপলস লিবারেশন আর্মি বা PLA-অনেক গভীরে নাকি দুর্নীতির শিকড় ছড়িয়ে গিয়েছে। আর এটা জানতে পেরেই চিনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুনের বিরুদ্ধে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই তদন্তেই নাকি উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। যদিও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে এভাবে দুর্নীতির তদন্তের নির্দেশ দিয়ে আদতে নিজের উচ্চাকাঙ্খাকেই রূপায়িত করার চেষ্টা করছেন চিনের প্রধানমন্ত্রী শি জিনপিং। তবে অভিযোগ প্রমাণ হলে প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুনকে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বলবে মনে করা হচ্ছে। চিনের লাল ফৌজ PLA-এর নিয়ন্ত্রণ থাকে সেন্ট্রাল মিলিটারি কমিশনের হাতে।

Chinese military exposed in corruption scandal

TAGS:
Advertisement