Operation Sindoor র পর India ও Pakistan র মধ্যে যে সংঘাতের সৃষ্টি হয় সেই সময় ভারতের ক্ষমতা টের পেয়েছে বেইমান পাকিস্তান। ভারতের Missile র আঘাতে নাস্তানাবুদ হতে হয় তাদের। একেবারে ভারতের হাতে পায়ে ধরে কাকুতি মিনতি হামলা বন্ধ করার আবেদন জানায় পাকিস্তান। কিন্তু মনে হচ্ছে ভারতের সেই অ্যাটাক ভুলে গিয়েছ তারা। ভাবছেন কেন এই কথা বলছি? আসলে পাকিস্তানের প্রধানমন্ত্রী Shehbaz Sharif এমন সব কথা বলছেন, যার ফলে এই কথা উঠছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ভারত ও পাকিস্তান প্রতিবেশী এবং আমাদের একসঙ্গে বসবাস করা শিখতে হবে।
Conflict between India and Pakistan after Operation Sindoor