সমুদ্রে ফুঁসছে ঘূর্ণিঝড়। আর ঘণীভূত ঘূর্ণিঝড়ের জন্য আগামী সাতদিন ধরে আট লাখ কোটি গ্যালন বৃষ্টি হতে হতে পারে। একবার ভেবে দেখুন। এই পরিমাণ বৃষ্টি হলে তো পুরো এলাকা বন্যায় ভেসে যাবে। এই গোটা ঘটনাটির নাম দেওয়া হয়েছে 'সাইক্লোন বোমা।' ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় নিয়ে চরম সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিম উপকূলের যে এলাকায় এই ঘূর্ণিঝড় ঘণীভূত হয়ে আছড়ে পড়তে পারে সেখান থেকে মানুষকে সরানোর কাজ শুরু হয়েছে গিয়েছে নিরাপদ স্থানে। তৈরি থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরকে। সাম্প্রতিক কালে এই ধরনের বিপর্যয় দেখা যায়নি বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এই সাইক্লোন বোমা-র জেরে কার্যত ওই এলাকায় ধ্বংসলীলা চলবে বলে এমনটাই আশঙ্কা করছে হাওয়া অফিস।
Cyclone fury at Sea