Advertisement

Trending News: নাকের মধ্যে বাসা বেঁধেছিল 150 টি জীবন্ত পোকা, দেখে থ ডাক্তাররা

নাকের ভিতরেই যে কি হয়েছে তা গুণাক্ষরেও টের পায়নি রোগি। আর তারপর যা হল তা কল্পনাতেও ভাবতে পারবেন না। আর শুনলে গা ঘিনঘিন করে উঠবে। ক্রমাগত ফুলে যাচ্ছিল মুখ। নাক দিয়ে রক্ত পড়াও থামছিল না। আর কি হয়েছে তা জানতে ডাক্তাররে কাছে যেতেই দেখা যায় রোগীর নাকের ভিতর 150-রও বেশি জীবন্ত পোকা বাসা বেঁধেছে। আর তা সামনে আসতেই থ ডাক্তার। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে আমেরিকার ফ্লোরিডায়।

Doctors Remove Bugs From Nose

Advertisement