'ভারত আমার বন্ধু। উনি আমার বন্ধু। আমার অনুরোধে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ থামিয়েছে। একই কাজ করেছে পাকিস্তানও'। আবারও বললেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন,'আমি ৫টা যুদ্ধ থামিয়েছি। মনে হয়, এর কৃতিত্ব পাব? না'।