Advertisement

Breaking News: এবার নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প?

তিনি প্রাক্তন হয়েও যেন সব সময় খবরের শিরনামে থাকেন, কোনও কূকর্মের ক্ষেত্রেও যেমন তার নাম সামনে চলে আসে তেমনই যখনই মার্কিম মূলতের কথা হয় অবশ্যই আলোচনায় থাকেন ডোনাল্ড ট্রাম্প। এবার ফের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন ডোনাল্ড ট্রাম্প। শান্তির নোবেল পাওয়ার জন্য তাঁর নাম নাকি প্রস্তাব করেছেন মার্কিন সাংসদ ক্লডিয়া টেনি। ইজরাইলের সঙ্গে আরবের কয়েকটি দেশের সম্পর্কোন্নয়ন চুক্তি, আব্রাহাম অ্যাকর্ডে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের ভিত্তিতেই ট্রাম্পের নাম প্রস্তাব করা হয়েছে বলেই সূত্রে খবর। এই নিয়ে চতুর্থবার তাঁর নাম প্রস্তাব করা হল বলে জানা গিয়েছে। অনেকে বলছেন, তিনি ফের প্রেসিডেন্ট হতে চাইছেন।

Donald Trump nabs Nobel Peace Prize nomination for 4th time

Advertisement