Advertisement

'PM Modi কে 200% Tariff ভয়...', India ও Pakistan সংঘাতে ক্রেডিট নিতে ফের গালগল্প Donald Trump এর

ব্যবসার টোপ দিয়েই একাধিক যুদ্ধ থামিয়েছেন উনি। এমনটাই দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। ভারত এবং পাকিস্তানের মধ্য সংঘাত চরমে উঠতেই তিনি নরেন্দ্র মোদী এবং শেহবাদ শরিফকে ফোন করে প্রতিটি প্রোডাক্টের উপর ২০০ শতাংশ ট্যারিফ চাপানোর ভয় দেখিয়েছিলেন। তার পরের দিনই সংঘর্ষবিরতি হয়েছিল বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের।

Advertisement
POST A COMMENT