Advertisement

Durga Puja in Canada: বিজয়া পার করে উমা এলেন, দুর্গাপুজোয় মাতলেন কানাডার বাঙালিরা

দুর্গাপুজো বাঙালির সবথেকে বড় উৎসব। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বাঙালি। প্রবাসে বসেও শারদীয়ার উৎসবে মেতে ওঠেন প্রবাসী বাঙালিরা। নিজেদের মতো করে শারদোৎসব পালন করেন তাঁরা। কানাডাতে প্রবাসী ভারতীয়রা মিলেও সাড়ম্বরের সঙ্গে পালন করলেন দুর্গাপুজো৷ এদেশে পুজো মিটলেও কানাডার ক্যালগারির 'আমরা প্রবাসী কালচারাল অ্যাসোসিয়েশন অফ আলবার্টা'র পুজো অনুষ্ঠিত হল গত সপ্তাহান্তে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পুজো হয় । মূর্তি নিয়ে যাওয়া হয়েছিল ভারত থেকেই। পুজোর দিনক্ষণ বদলে গেলেও দেবী বন্দনা হয়েছে নিয়ম মেনেই। । দেবীর বোধন থেকে শুরু করে কলা বউ স্নান, অষ্টমীর অঞ্জলি, হোম, দশমীতে দেবীর বিসর্জন সিঁদুর খেলা সবকিছুই পালন করা হয়েছে। খাওয়া দাওয়ার সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। পুজো শেষে সিঁদুর খেলাতেও মাতেন প্রবাসীরা।

Advertisement
POST A COMMENT