scorecardresearch
 
Advertisement

Fake Boris Johnson: ব্রিটেনের প্রাক্তন ‘প্রধানমন্ত্রী’ বরিস জনসন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন

Fake Boris Johnson: ব্রিটেনের প্রাক্তন ‘প্রধানমন্ত্রী’ বরিস জনসন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন

ব্রিটেনের প্রাক্তন ‘প্রধানমন্ত্রী’ বরিস জনসন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তাঁকে হাতেনাতেও পাকড়াও করেছে নেদারল্যান্ডের পুলিশ। কী ভাবছেন? এমন কাণ্ড কেন ঘটালেন বসির জনসন? আসল ঘটনাটি হল যে ব্যক্তি মদ্যপ অবস্থায় ধরা পড়েছিলেন তিনি আসলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নাম ও ছবি দিয়ে নিজের ভুয়ো ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিলেন। সংবাদ মাধ্যম সূত্রের খবর, নথিটি ইউক্রেনে তৈরি করা হয়েছিল। ভুয়ো ড্রাইভিং লাইসেন্সে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি তো ছিলই তার সঙ্গে জন্ম তারিখের পাশাপাশি সব নথিই সঠিক ছিল বলেই জানা গিয়েছে। লাইসেন্সটি 2019 সালে ইস্যু করা হয়েছিল এবং যা ৩০০০ সাল পর্যন্ত বৈধ ছিল! পুলিশ সূত্রের খবর, রবিবার মধ্যরাতে মদ্যপ ভুয়ো বরিস জনসনকে গ্রেফতার করা হয়।

Dutch police arrest drink driver with fake Boris Johnson license

Advertisement