ভারত ও পাকিস্তানে সংঘর্ষবিরতির কথা প্রথম ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তা নিয়ে জলঘোলা হয়েছে ভারতে। বিরোধীদের দাবি, তৃতীয় দেশের ভূমিকা স্পষ্ট করুক কেন্দ্র। যদিও মোদী সরকার বারবার জানিয়েছে, দুই দেশের মধ্যেই আলোচনা হয়েছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বললেন,'ভারত ও পাকিস্তানের ডিজিএমও-রা আলোচনা করেই সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে'।