scorecardresearch
 
Advertisement

Turkey Flood: ভূমিকম্পের পর তুরস্কে ভয়াবহ বন্যা

Turkey Flood: ভূমিকম্পের পর তুরস্কে ভয়াবহ বন্যা

ভয়াবহ বন্যার কবলে তুরস্ক। ভূমিকম্পের ক্ষত পূরণ হতে না হতেই তুরস্কে এবার আঘাত হেনেছে বন্যা। মঙ্গলবার রাত থেকে প্রবল বৃষ্টির জেরে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট,হাসপাতাল। গাছপালা ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। বন্যায় বিপর্যস্ত আন্তালিয়াসহ আরও কয়েকটি প্রদেশ। আন্তালিয়া প্রদেশের কুমলুকা শহরে বন্যার কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মানুষজনদের ঘর থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার সকালে তোকাত প্রদেশের গভর্নর নুমান হাতিপোলু জানিয়েছেন, বন্যায় একজন নিহত হয়েছেন। আদিয়ামানের টুট জেলায় চারজন নিখোঁজ রয়েছেন। তুরস্কের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে 14 থেকে 20 মার্চ পর্যন্ত দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। গত 50 বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি দেশটি। সম্ভাব্য অতিবৃষ্টিতে দুর্ভোগের আশঙ্কা থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে আদিয়ামান, দিয়ারবাকির, এলাজিগ, মালত্য, কাহরামানমারাস, মারদিন, সিভাস, সানলিউরফা ও কিলিস প্রদেশ। গত মাসের ভূমিকম্পে এই এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ইতিমধ্যে বন্য়ার জেরে বহু মানুষের মৃত্যুর খবর মিলেছে।

Floods hit earthquake disaster zone in Turkey, killing at least a dozen

Advertisement