ভয়াবহ বন্যার কবলে পড়েছে রাশিয়া ও কাজাখস্তান। গত প্রায় 100 বছরে এমন ভয়াবহ বন্যা দেখেনি এই অঞ্চল। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ নদীর জল বিপদসীমা অতিক্রম করে শহরে ঢুকে পড়ে। এতে রাশিয়ার অরেনবার্গ শহরে তীব্র বন্যা দেখা যায়। এক সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে এই বন্যার ছবি। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার উরাল পবর্তীয় এলাকা, সাইবেরিয়া ও কাজাখস্তানের উরালনদী সহ কয়েকটি নদীর জল বেড়ে যাওয়ায় বন্যা তৈরি হয়েছে। বরফ গলে জল প্রবাহিত হওয়ায় এই উচ্চতা বাড়তে থাকে।
Russia Kazakhstan Flood