Palestine কে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত France র। আর তাতেই ক্ষেপেছে America। আর এই পরিস্থিতিতে আমেরিকার অ্য়াম্বাসাডর মাইক হাকাবি এমন এখটি পোস্ট করেছেন, যা নিয়ে রীতিমতেো তোলপাড় পড়ে গিয়েছে গোটা বিশ্বজুড়ে। হাকাবি Social Media য় লিখিছেন, কত চালাক! যদি Emmanuel Macron কেবল একটি রাষ্ট্রের অস্তিত্ব "ঘোষণা" করতে পারেন, তাহলে UK-ও ফ্রান্সকে একটি ব্রিটিশ উপনিবেশ "ঘোষণা" করতে পারে! হাকাবির এই পোস্টকে ঘিরেই তৈরি হয়েছে জল্পনা।