Advertisement

Glacier of Himalaya is Melting: হিমালয়ের বরফ গলছে, পাকিস্তানের থেকেও ভয়ানক পরিস্থিতি হতে পারে ভারত সহ অন্য দেশেও

এই বছর জুন মাসের মাঝামাঝি পাকিস্তানের লাগাতার বৃষ্টি শুরু হয়েছে ভয়ানক বর্ষা। এ কারণে পাকিস্তানের রাষ্ট্রীয় সংকট বলে ঘোষণা করা হয়েছে। এই বন্যা পরিস্থিতিতে প্রায় সাড়ে তিন কোটির বেশি লোক প্রভাবিত হয়েছেন বলে জানা গিয়েছে। ১০ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের এক তৃতীয়াংশ জলে ডুবে রয়েছে। নাসার আর্থ অবজারভেটারি থেকে যে ছবি জারি করা হয়েছে তাতে শুধু পাকিস্তান নয় শিয়রে শমন হিমালয় লাগোয়া আরও অন্য দেশগুলিতেও। তার মধ্যে রয়েছে ভারত, ভুটান, নেপাল, বাংলাদেশও।

glacier of himalaya is melting india pakistan bhutan nepal bangladesh could be under threat

Advertisement
POST A COMMENT