H-1B ভিসা প্রোগ্রামের অপব্যবহার নিয়ে উষ্মা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা ডোনাল্ড ট্রাম্প সরকারের। এই প্রোগ্রামের কারণে আমেরিকার নাগরিকদের বদলে দেদার বিদেশি নিয়োগ করা হচ্ছে বলে দাবি আমেরিকার। আর সেই ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে ভারতের নাম উল্লেখ করা হয়েছে।
H-1B visa program misuse concerns raised by Donald Trump administration