scorecardresearch
 
Advertisement

Canada wildfires: কানাডার আলবার্তার একী অবস্থা, দাবানলে ছারখার লক্ষ লক্ষ হেক্টর জঙ্গল

Canada wildfires: কানাডার আলবার্তার একী অবস্থা, দাবানলে ছারখার লক্ষ লক্ষ হেক্টর জঙ্গল

কানাডার আলবার্তার একী অবস্থা। দাবানল থামার যেন নামই নেই। গত কয়েকদিন আগে এই আগুন লাগে। তারপর এখনও পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে কয়েক লক্ষ্য হেক্টর জমি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রশাসন। কিন্তু প্রকৃতি যেন খুব রেগে। তাই কোনও চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসছে না। এখানেই শেষ নয়, একটা করে দিন যাচ্ছে, আর পরিস্থিতি যেন কঠিন হয়ে যাচ্ছে। বিগত বেশ কয়েক বছর ধরে কানাডায় অস্বাভাবিকভাবে বাড়ছে তাপমাত্রা। নেপথ্যে রয়েছে জলবায়ুর পরিবর্তন। বসন্তকালেও আবহাওয়া ছিল শুষ্ক। গত শনিবার থেকেই আগুনের হাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে আলবার্তার ওই অঞ্চল জুড়ে শুধু ধোঁয়া, নাক জ্বালা করার মতো পোড়া গন্ধ, আর আগুনের আচ রয়েছে। এই মুহূর্তে গোটা দেশ জুড়ে 110 টি জায়গায় দাবানলের আগুন যেন হাতের বাইরে চলে গেছে। 24 হাজারেরও বেশি মানুষ ঘর ছাড়া রয়েছে। আগুনের ভয়াবহতা এতোটাই বেশি, যে দমকলকর্মীদের জন্যও পরিস্থিতি কঠিন হয়ে গেছে। শুষ্ক ঝোড়ো হাওয়া আগুনকে আরও বেশি মাত্রায় ছড়িয়ে দিচ্ছে। কিউবেক এবং অন্টারিও থেকেও আনা হয়েছে অতিরিক্ত দমকলবাহিনী।

Heavy rains in Canada offer relief from wildfires.

Advertisement