Advertisement

Hindu Temple Demolished In Pakistan: পাকিস্তানে ভাঙা হল বহু পুরনো হিন্দু মন্দির! হিন্দুরা ভয়ে

পাকিস্তানে ভেঙে ফেলা হল ঐতিহাসিক হিন্দু মন্দির। পাকিসল্তান-আফগানিস্তান সীমান্তে খাইবার পাখতুনখোয়া এলাকার লান্ডি বাজারের মাঝে অবস্থিত ছিল এই ঐতিহাসিক মন্দিরটি। দেশভাগের চিহ্ন বহন করছিল শতাব্দী প্রাচীন এই হিন্দু মন্দিরটি। যদিও ১৯৪৭ সালের পর থেকে আর পুজোর্চনা হয়নি মন্দিরটিতে। তাই কার্যত একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এই মন্দিরটি। শেষ পর্যন্ত এতদিন পর ভেঙে ফেলা হল পাকিস্তানের মাটিতে থাকা ইতিহাসের সাক্ষী এই প্রাচীন হিন্দু মন্দিরটিকে।

Hindu Temple Demolished In Pakistan

Advertisement