Advertisement

Iceland Volcano Eruption: দেখুন ভিডিও, ফেটে আগুন, লাভায় একটা শহর শেষ করে দিল আগ্নেয়গিরি

আইসল্যান্ডে জেগে উঠেছে ভয়ঙ্কর আগ্নেয়গিরি। রবিবার, ১৪ জানুয়ারি সকালে রেকেনেস অঞ্চলে দ্বিতীয়বার জেগে ওঠে আগ্নেয়গিরি। ভয়ঙ্করভাবে লাভাস্রোত ঢুকতে শুরু করেছে স্থানীয় বসতি অঞ্চলে। দ্বীপরাষ্ট্র আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত রেকেনেস পেননিসুলা। জানা গিয়েছে সেখানেই রয়েছে এই আগ্নেয়গিরিটি। রবিবার, সকাল থেকে আকাশ লাল করে লাভা স্রোত বের হতে দেখা যায় ওই আগ্নেয়গিরিটি থেকে। পাহাড়ের দেওয়াল ভেঙে লাভাস্রোত ক্রমশ নীচের দিকে নামতে থাকে।

Iceland Volcano Eruption Live Updates

Advertisement