scorecardresearch
 
Advertisement

Iceland Volcano Eruption: আশিবার ভূমিকম্পের পর জাগল ভয়ঙ্কর আগ্নেয়গিরি, দেশটা থাকবে তো?

Iceland Volcano Eruption: আশিবার ভূমিকম্পের পর জাগল ভয়ঙ্কর আগ্নেয়গিরি, দেশটা থাকবে তো?

ফের জেগে উঠেছে আইসল্যান্ডের আগ্নেয়গিরি। আইসল্যান্ডের দক্ষিণাঞ্চলে রাজধানী রেইকজাভিকের দক্ষিণে রেকজেনেস উপদ্বীপে নতুন করে জেগে উঠেছে আগ্নেয়গিরি। এর থেকেই অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এর ফলে ওই এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ২০২৩-এর ডিসেম্বর থেকে ২০২৪-এর মার্চ পর্যন্ত তিন মাসের মধ্যে এই নিয়ে চতুর্থবার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটল। আইসল্যান্ডের আবহাওয়া অফিস (আইএমও) সূত্রে খবর, ‘স্থানীয় সময় শনিবার, ১৬ মার্চ রাত সাড়ে আটটা নাগাদ রাজধানী রেইকজাভিকের দক্ষিণে রিকজেনেস উপদ্বীপের গ্রিন্ডাভিকের উত্তরে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।’সোশ্যাল মিডিয়ায় এই অগ্নুৎপাতের ভিডিও ভাইরাল হয়েছে।

Iceland Volcano Eruption Live Updates

Advertisement