Advertisement

Pakistan Election Imran Khan: কাঙাল পাকিস্তান আরও ডুববে দারিদ্র্যের অন্ধকারে, জেলে বসেই ইমরানের 'শাপ'

দারিদ্রের অন্ধকারে মধ্যে ডুবে রয়েছে পাকিস্তান। তবে ভবিষ্যৎ-এ আরও ভয়াবহ পরিস্থিতির মধ্যে ডুববে। তাই এই অবস্থায় পাকিস্তানকে ঋণ দেওয়া বন্ধ হোক। জেলে বসেই দেশের অবস্থা নিয়ে ভবিষ্যৎবাণী করলেন ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জেলে বসেই চিঠি দিলেন ইন্টারন্যাশনাল মনেটরি ফান্ডকে।কী বিষয়ে চিঠি দিয়েছেন ইমরান? তিনি চিঠিতে লিখেছেন, ইসলামাবাদের জন্য নতুন করে কোনও ঋণের অনুমোদন দেওয়ার আগে যেন নির্বাচনী ফলাফলের একটি অডিট করা হয়।জেলবন্দি ইমরান দেশের জন্য কেন আটকাতে চাইছে ঋণ?c

Pakistan Election Imran Khan News

Advertisement