Advertisement

Pakistan Hindu Population: হায় আল্লা, কাঙাল পাকিস্তানে বাড়ছে হিন্দুদের সংখ্যা,কমছে মুসলমান!

পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতন নতুন নয়। সেদেশ থেকে হিন্দু ও শিখদের ভারতে আশ্রয় নেওয়ার বহু ঘটনা প্রকাশ্যে এসেছে। তারপরেও পাকিস্তানে হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়গুলির সদস্য সংখ্যা সামান্য বেড়েছে। আর তাতেই চিন্তায় ঘুম উড়েছে পাক সরকারের। পাকিস্তানে হিন্দু ও শিখদের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা কারও কাছে গোপন নয়। কিন্তু সর্বশেষ আদমশুমারির তথ্য দেখায় যে প্রতিবেশী দেশটিতে হিন্দুদের জনসংখ্যা সামান্য বৃদ্ধি পেলেও পাকিস্তানের মোট জনসংখ্যাার নিরিখে কমেছে।

Pakistan Hindu Population

Advertisement