পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতন নতুন নয়। সেদেশ থেকে হিন্দু ও শিখদের ভারতে আশ্রয় নেওয়ার বহু ঘটনা প্রকাশ্যে এসেছে। তারপরেও পাকিস্তানে হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়গুলির সদস্য সংখ্যা সামান্য বেড়েছে। আর তাতেই চিন্তায় ঘুম উড়েছে পাক সরকারের। পাকিস্তানে হিন্দু ও শিখদের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা কারও কাছে গোপন নয়। কিন্তু সর্বশেষ আদমশুমারির তথ্য দেখায় যে প্রতিবেশী দেশটিতে হিন্দুদের জনসংখ্যা সামান্য বৃদ্ধি পেলেও পাকিস্তানের মোট জনসংখ্যাার নিরিখে কমেছে।
Pakistan Hindu Population