Advertisement

Independence Day 2023: ভারতীয় স্বাধীনতা দিবসে তেরঙা রঙে আলোকিত বুর্জ খলিফা, দেখুন VIDEO

ভারত যখন তার 77 তম স্বাধীনতা দিবস উদযাপন করছে, তখন মঙ্গলবার সন্ধ্যায় দুবাইয়ের বুর্জ খলিফা দেশকে সম্মান জানাতে ভারতীয় পতাকা তিরাঙ্গা রঙে আলোকিত করেছিল। আকাশচুম্বী বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত। প্রায়ই বন্ধুত্বপূর্ণ দেশগুলির জাতীয় পতাকা আলোর মাধ্যমে প্রদর্শন করে।

Advertisement
POST A COMMENT