ভারতের কাছে ফ্রান্সের তৈরি ও রাশিয়ার তৈরি সুখোই এবং রাফাল যুদ্ধবিমান রয়েছে। ভারতীয় বিমান বাহিনী দুটি যুদ্ধবিমানই ব্যবহার করে। এখন রাশিয়া ভারতকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান Su-57 এবং 4.5 প্রজন্মের Su-35 বিক্রি করতে চায়। কিন্তু নয়াদিল্লি এই দুটি বিমানের মধ্যে কোনওটাই কিনতে আগ্রহ প্রকাশ করেনি।
India and Russia's Su 57 and Su 35 fighter jets