ভারতের উদ্দেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করতে শোনা যায় ডোনাল্ড ট্রাম্পকে। আর সেই সমস্ত অবাঞ্ছিত মন্তব্যের জন্য বিভিন্নমহলে সমালোচনার মুখেও পড়তে হয় ট্রাম্পকে। অন্যদিকে ভারত বিভিন্ন ক্ষেত্রে নিজের উন্নতি করেই চলেছে। যার মধ্যে অন্যতম প্রতিরক্ষা ক্ষেত্র। ক্রমশই দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও উন্নত ও মজবুত করছে ভারত। আর ভারত যে প্রতিরক্ষার দিক থেকে এখন যথেষ্টই মজবুত তার প্রমাণও পাওয়া গেল। কারণ খোদ আমেরিকা এখন প্রতিরক্ষার বিষয়ে ভারতের সঙ্গে হাত মেলাল। জানা যাচ্ছে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার, প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে সামরিক সমন্বয় গভীর করার লক্ষ্যে ১০ বছর মেয়াদী একটি নতুন ভারত-আমেরিকা প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষর করেছেন।
India and US sign a new 10 year defense cooperation agreement