Advertisement

India USA: ট্রাম্প সচিবের দিবাস্বপ্ন! 2 মাসের মধ্য়ে নাকি Donald Trump র কাছে ক্ষমা চাইবেন PM Modi!

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানিকে অগ্রাহ্য করে রাশিয়ার থেকে তেল কেনা জারি রেখেছে ভারত। যার মাশুল হিসাবে ভারতীয় পণ্যের উপর দু দফায় মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। এরমধ্যে আবার চিনে SCO সামিটে চিন ও রাশিয়ার প্রেসিডেন্ট শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদির ঘনিষ্ঠতার বিষয়টি মোটে ভালোভাবে নেয়নি ওয়াশিংটন। এই পরিস্থিতিতে এবার ভারতের সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে বসলেন ট্রাম্প প্রশাসনের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত। ভারতের এই অনমনীয় মনোভাব নিয়ে আমেরিকার বাণিজ্য সচিব লুটনিকের মন্তব্য, বড়জোড় দুমাস। এরপর ভারতকে ক্ষমা চাইতে হবে। এখানেই শেষ নয়, লুটনিক আরও বলেছেন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে ভারতে আলোচনার টেবিলে আসতেই হবে। আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক ভবিষ্যদ্বাণী করেছেন যে ভারত তাদের বর্তমান কঠোর অবস্থান সত্ত্বেও, অবশেষে শুল্কের বিষয়ে মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে। রাশিয়ার সঙ্গে ভারতের ক্রমবর্ধমান তেল বাণিজ্য সম্পর্কে বলতে গিয়ে, ট্রাম্পের সহযোগী যুক্তি দিয়েছিলেন যে নয়াদিল্লি দীর্ঘকাল ওয়াশিংটনকে অমান্য করার সামর্থ্য রাখে না।

India continues to buy oil from Russia despite Trump administration tariffs

Advertisement