বেশ কিছুদিন ধরেই রুশ মিডিয়ায় খবর আসছে যে রুশ সরকার ভারতের সঙ্গে যৌথভাবে Su-57 যুদ্ধবিমান তৈরি করতে চায়। এবার নয়া দিল্লি ও মস্কোর মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে এক বড় খবর সামনে এল। রাশিয়ার 5TH জেনারেশনের ফাইটার জেট Su-57 যাতে ভারতে তৈরি করা যায় সেই কারণে বিনিয়োগের পরিকল্পনা খতিয়ে দেখছে। আর তাতে যদি একবার গ্রিন সিগন্যাল মিলে যায় তাহলে আর কোনও কথাই নেই। ভারতের ডিফেন্স সেক্টরে বড় বিপ্লব ঘটে যাবে। ভারতে যদি সুখোই 57 তৈরি হয়, আর তা যদি ভারতের বায়ু সেনার হাতে আসে তাহলে ভারত এক ধাক্কায় কত গুণ শক্তিশালী হয়ে উঠবে তা কল্পনা করা যাবে।
India to jointly produce Su-57 fighter jet with Russia