Advertisement

India USA: মোদির দূত S Jaishankar Russia এ যেতেই India র উপর 50% Tariff কমালেন Donald Trump

আভাষটা আগেই দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট Donald Trump। এবার তা বাস্তবে পরিণত হল। ভারতীয় পণ্যের উপর পারস্পরিক শুল্কের হার ৫০ শতাংশ পর্যন্ত কমাল America। তবে সব পণ্যকে এই ছাড়ের আওতায় আনা হয়নি। শুধুমাত্র চা-কফি, মশলা-সহ কয়েকটি পণ্যের উপর মকুব করা হয়েছে এই শুল্ক। সোমবার, ১৭ নভেম্বর এই খবর নিশ্চিত করেছে বাণিজ্য মন্ত্রক।

India us cuts tariffs on select products including tea and spices

Advertisement