India ও America র বাণিজ্য ইস্যু নতুন করে উঠে এসেছে সংবাদ শিরোনামে। এরই মাঝে ভারতীয় বাণিজ্য আলোচনার দলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আমেরিকার রাজস্ব সচিব Scott Bessent। শোনা যায় Elon Musk নাকি তাঁকে ঘুষি মেরেছিলেন। এবার সেই বেসেন্ট বললেন, আমেরিকার পক্ষ থেকে বাণিজ্য আলোচনা চালানো দল নাকি ভারতীয় দলের উপর বিরক্ত। স্কট এই দাবি ভারতের ওপর শুল্ক ঘোষণার পরদিন করলেন। প্রসঙ্গত, ১ অগাস্ট থেকে ভারতের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক ও জরিমানা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। এই আবহে আমেরিকার ভারতীয় পণ্য রফতানি ব্যয়বহুল হতে চলেছে। এর জেরে ভারতের রফতানি খাতে প্রভাব পড়তে চলেছে। উল্লেখ্য, চলতি বছরের ২ এপ্রিল ট্রাম্প ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করলেও পরে তা পিছিয়ে ৯ জুলাই করেছিলেন। পরে সেই ছাড় ১ অগস্ট পর্যন্ত বাড়ানো হয়। একটি সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ভারত সম্পর্কে প্রেসিডেন্টের মন্তব্য নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি মনে করি প্রেসিডেন্ট, পুরো বাণিজ্য দল তাদের উপর হতাশ। আমি জানি না কী হবে!