Advertisement

Success of Chandrayaan-3: নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসীদের চন্দ্রযান-৩-এর সাফল্য উদযাপন

ভারতীয় প্রবাসীরা 23 অগস্ট নিউইয়র্কের টাইমস স্কোয়ারে চন্দ্রযান-3 মিশনের সাফল্য উদযাপন করে। জয়পুর ফুট ইউএসএ চেয়ারম্যান প্রেম ভান্ডারী এই বিশেষ উদযাপনের আয়োজন করেছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কে ভারতের ডেপুটি কনসাল জেনারেল ডাঃ বরুণ জেফ। উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন হরিশ ঠক্কর, অজয় ​​প্যাটেল, রবি জারগড় এবং চন্দ্র সুখওয়াল।

Advertisement
POST A COMMENT