Advertisement

Mystery: ভয়ঙ্কর ভূমিকম্প ঘনঘন আরও হবে! পৃথিবীর শেষ দিন ঘনিয়ে আসছে?

ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ, যার পূর্বাভাস দেওয়া কঠিন। ভূমিকম্পের কারণে আগুন লাগে। ভূমিধস ঘটে। সুনামি আসে। কিন্তু জলবায়ু পরিবর্তন বা ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে কি আরও ভূমিকম্প হতে পারে? ভারত মহাসাগর নিচের প্লেট স্থির নয়। যুগের পর যুগ ধরে তা তার নিজের স্থান থেকে ক্রমশ একটু একটু করে সরে যাচ্ছে। আর এর ফলে ভারত মহাসাগরের আগের স্থান সরে যাচ্ছে। ‌সদ্য এক রিসার্চে এই প্লেটের এই চলন দেখা গিয়েছে। বিজ্ঞানীদের কথা মত, ভারত মহাসাগরের উপরে থাকা নাইনটিস্ট রিজই-এর প্রমাণ। নাইনটিস্ট রিজের গতিবিধি লক্ষ্য করে এই সিদ্ধান্তে বিজ্ঞানীরা পৌঁছেছেন।

Indian ocean moving mystery

Advertisement