চিনের তিয়ানজিনে বিদেশমন্ত্রীদের বৈঠক SCO-তে যোগ দেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দেখা করেন তিনি। বৈঠক করেন চিনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেংয়ের সঙ্গেও। এছাড়া বৈঠকে অংশ নেওয়া অন্য দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিকে চিনে পৌঁছেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশহাক দারও। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে সাক্ষাৎ করেন তিনিও। এরপর তিনি সোশ্যাল মিডিয়ায় চিনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিয়ে পোস্টও করেন। চিনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি। পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা উপ প্রধানমন্ত্রী ইশহাক দার পোস্টে লিখেছেন, বেজিংয়ের ‘গ্রেট হল অফ দ্য পিপল’-এ জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতে তিনি 'খুশি'। পাকিস্তানের নেতৃত্ব, সরকার এবং জনগণের উষ্ণ শুভেচ্ছা জানাই। পোস্টে পাকিস্তানের সঙ্গে চিনের শখ্যতা তুলে ধরতে কোনও কসুর করেননি পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশহাক দার। তিনি লিখেছেন, চিন, পাকিস্তানের ,' আয়রন ক্ল্যাড ব্রাদার।' এছাড়াও তিনি লিখেছেন, সর্ব-আবহাওয়া কৌশলগত সহযোগিতামূলক অংশীদার হিসেবে, আমরা পাক-চিন স্থায়ী বন্ধুত্বকে আরও গভীর করতে এবং ভাগ করা আঞ্চলিক লক্ষ্যগুলিকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
India's Foreign Minister Jaishankar meets Chinese President Xi Jinping in Tianjin