টানা 3 ঘণ্টার সফরে বিশ্বের শক্তিশালী Muslim রাষ্ট্রপ্রধানের সঙ্গে বড় বড় ডিল ডান করল ভারত। Narendra Modi র বাসভবনে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার বৈঠকে প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, এলএনজি এবং পরমাণু শক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মোট পাঁচটি চুক্তি এবং সাতটি বিষয়ে ঐকমত্যে পৌঁছল দুই দেশ। আর তাতে ভারত যে আগের তুলনায় আরও বেশি শক্তিশালি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। New Delhi সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রক্ষায় ভারতে এসেছিলেন আরব আমিরশাহির প্রেসিডেন্ট। ছিলেন মাত্র তিন ঘণ্টা। এর মধ্য়েই নানা কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা চলেছে দু’পক্ষের মধ্যে। কিন্তু 3 ঘন্টায় এমন কী আলোচনা হল তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
India's major deals with powerful Muslim head of state