Advertisement

Indus Water Treaty : বেইমানদের শুকিয়ে মরাই উচিৎ! সিন্ধু চুক্তি নিয়ে Pakistan এ মিথ্যাচার ফাঁস

সিন্ধু জল বণ্টন চুক্তি নিয়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে নানা মিথ্যা তথ্য রটিয়ে বেড়াচ্ছে। কিন্তু পাকিস্তান যতদিন না সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করবে ততদিন পর্যন্ত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিতই থাকবে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের একটি বিতর্ক সভায় এনিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন ভারতের স্থায়ী সদস্য পি হরিশ। এই বিতর্ক সভায় পাকিস্তানের প্রতিনিধি সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিতের বিষয়টি তুলে ধরে বলেন, “জল জীবন, এটা কোনও যুদ্ধের অস্ত্র নয়।” এর জবাবেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পি হরিশ বলেন, বিশ্বে সন্ত্রাসবাদের মূলকেন্দ্র হল পাকিস্তান।

Indus water treaty dispute worsens between India and Pakistan

Advertisement