12 দিন ধরে Israel র সঙ্গে Missile ও Drone নিয়ে সংঘর্ষ চালিয়েছে ইরান। বর্তমানে যুদ্ধবিরতি চললেও আকাশপথে নিজেদের সামরিক কার্য ক্ষমতা বাড়ানোর দিকে এবার আরও একধাপ এগোল ইরান। যেটা জানা যাচ্ছে ভারতের শত্রু দেশ পরিচিত চিন থেকে ৪০টি অত্যাধুনিক J-10C ফাইটার জেট কিনেছে Iran।