Advertisement

Iran launches Drone Attack On Israel: ইজরায়েলে ড্রোন ও ক্ষেপণাত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল ইরান! তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু?

গত সাত মাস ধরে ইজরায়েল বনাম ফিলিস্তিনি জঙ্গিদের যুদ্ধ চলছে। সেই আবহে আবারও সঙ্কট নেমে এল পশ্চিম এশিয়ায়। গভীর রাতে ইরান থেকে ইজরায়েলে হামলা হয়েছে বলে অভিযোগ সামনে এল। ক্ষেপণাস্ত্র-সহ ইরানের তরফে বিস্ফোরক ভর্তি ঝাঁক ঝাঁক ড্রোন ছোড়া হয়েছে বলে দাবি ইজরায়েলের। তাদের দাবি সত্যি হলে, এই প্রথম সরাসরি ইজরায়েলের মাটিতে হামলা চালাল ইরান। এতে আন্তর্জাতিক ভূরাজনীতিতেও সঙ্কট দেখা দিয়েছে। কারণ ইতিমধ্যেই ইজরায়েলের সমর্থনে এগিয়ে এসেছে আমেরিকা, তাতে আমেরিকার সঙ্গে তাদের সংঘাত নয়া মোড় নিতে চলেছে বলে মনে করছে কূটনৈতিক মহল।

Iran launches Drone Attack On Israel

Advertisement