রহস্যময় এই বিশ্বে এমন অনেক রহস্যময় জায়গা এবং মানুষ রয়েছে যাদের গল্প শুনলে আপনি হয়তো ভাববেন কোনো রুপকথা গল্পও শুনছেন। কিন্তু বাস্তবেই রয়েছে রহস্যময় জায়গা এবং মানুষ। যেমন ইরানের পূর্ব খোরাসান প্রদেশের প্রাচীন গ্রাম মাখুনিক লিলিপুটদের গ্রাম হিসেবে পরিচিত। মাখুনিক গ্রামকে কেউ বলে 'বামনদের শহর'। কেউ আবার ডাকে 'ছোট মানুষদের বাড়ি'। কেউবা বলে 'ছোট আকৃতির মানুষের দেশ'। তবে গ্রামটি লিলিপুটদের গ্রাম বলেই বেশি পরিচিত।
Iran Lilliput Village